লেখক: কলেজ ডেস্ক

 

কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

[সমাবেশে বক্তব্য রাখছেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুহাঃ শওকাত আলী]

কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তানোর উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মুহাঃ শওকাত আলী। সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ জনাব মোঃ আতাউর রহমান। শিক্ষার মানোন্নয়ন এর লক্ষ্যে আয়োজিত সমাবেশে, অত্র কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক সহ কলেজ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে, অভিভাবক সমাবেশ সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। অত্র কলেজের শিক্ষার মান ধরে রাখা এবং উত্তরোত্তর তা বৃদ্ধি করার লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অত্র কলেজের অধ্যক্ষ জনাব মোঃ আতাউর রহমান এর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কিছুক্ষণ পর, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুহাঃ শওকাত আলী এলাকা পরিদর্শনে এসে অত্র সমাবেশে যোগ দেন। সমাবেশে যোগদান করে তিনি প্রধান অতিথির বক্তব্যে, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নের উপর জোর দিয়ে, নারী শিক্ষার কোন বিকল্প নেই বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। অত্র কলেজের অধ্যক্ষ জনাব মোঃ আতাউর রহমান তার বক্তব্যে, শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ সকলকে আরো সচেতন হওয়ার আহবান জানান। সমাবেশ শেষে সকলকে আপ্যায়ন কর হয়।

তানোরে যথাযোগ্য মর্যদায় বিজয় দিবস পালিত হয়েছে

তানোরে যথাযোগ্য মর্যদায় বিজয় দিবস পালিত হয়েছে। তানোর উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তানোর-গোদাগাড়ী আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের শহীদ মিনারে রাত বারোটা এক মিনিটে বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের মূল অনুষ্ঠান। এরপর সকাল আট ঘটিকায় তানোর উপজেলা কেন্দ্রীয় বিজয় দিবসের অনুষ্ঠানের কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা যোগদান করেন। প্রথমে ব্যান্ড বাজিয়ে শিক্ষার্থীরা জাতীয় পতাকায় সালাম প্রদর্শন করে। এর আগে তানোর-গোদাগাড়ী আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী বেলুন উড়িয়ে বিজয় দিবসের অনুষ্ঠানের শুভ সুচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ এমরান আলী মোল্লা, তানোর উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহাঃ শওকাত আলী, তানোর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও মুন্ডুমালা পৌর মেয়র জনাব গোলাম রাব্বানী সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা সহ সর্বস্তরের নাগরিকবৃন্দ।

বেলা বাড়ার সাথে সাথে শুরু হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের মনোমুগ্ধকর বিজয় দিবসের ডিসপ্লে। এতে কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগী কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে এবং তৃতীয় স্থান অধিকার করে। বিজয় দিবসের রচনা প্রতিযোগিতা, বাদক দল সহ কুচকাওয়াজে কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজ পুরস্কারে ভূষিত হয়।

বিজয় দিবসের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শুরু হয় আলোচনা অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহাঃ শওকাত আলী। প্রধান অতিথির বক্তব্যে তানোর-গোদাগাড়ী আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী স্বাধীনতার স্বপক্ষের মানুষকে একজোট হয়ে আগামী নির্বাচনে নৌকাকে জয়যুক্ত করার কথা বলেন।

‘উজ্জ্বল আগামীর পথে’ কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজের শিক্ষার্থীরা

‘উজ্জ্বল আগামীর পথে’ শ্লোগানকে সামনে রেখে কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ মিললায়তনে অনুষ্ঠিত হলো শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জীবনের স্বপ্ন ও আকাঙ্খা বিষয়ক এক সেমিনার।

বাংলাদেশের স্বনামধন্য বহুজাতিক প্রতিষ্ঠান লিভার ব্রাদার্স বাংলাদেশ লিমিটেড পক্ষে ফেয়ার এ্যান্ড লাভলী ফেসওয়াস এর সৌজন্যে, ‘উজ্জ্বল আগামীর পথে’ শ্লোগানকে সামনে রেখে, শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের স্বপ্ন বিষয়ক সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে প্রতিটি শিক্ষার্থী ভবিষ্যৎ কর্মজীবনের স্বপ্ন ও আকাঙ্খা কথা ব্যক্ত করে এবং সে লক্ষ্যে তারা তাদের কর্মপরিকল্পনার কথা উল্লেখ করে।

সেমিনারে তাদের শিক্ষার পাশাপাশি সৌন্দর্য সচেতন ও ভাল ব্যক্তিত্ব অর্জনের দিকেও লক্ষ্য রাখতে বলা হয়। কারণ সৌন্দর্য ও ভালো ব্যক্তিত্ব কর্মজীবনের সাফল্যকে বহুলাংশে বাড়িয়ে দেয় বলে সেমিনারের উল্লেখ করা হয়। পরে এক ফটোসেশনে শিক্ষার্থীদের স্বপ্ন ও আকাঙ্খা অনুসারে শিক্ষার্থীদের বিভিন্ন পেশার প্রতীকী ছবি তোলা হয়। উক্ত সেমিনারে কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এইচএসসি ফলাফলে এবারও কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজ শীর্ষে

এইচএসসি পরীক্ষার ফলাফলে বরাবরের মত এবারও কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ তানোর উপজেলায় সবার শীর্ষে অবস্থান করছে। পাশের হার শতকরা ৯২ ভাগেরও বেশী।

রাজশাহী জেলার বরেন্দ্রভূমি খ্যাত তানোর উপজেলার কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ, চলতি ২০১৭ খৃষ্টাব্দে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায়, ফলাফলের দিক থেকে প্রথম স্থান অধিকার করেছে। পাশের হার ৯২.১১%। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় শতভাগ পাশ সহ জিপিএ ৫ পেয়েছে মানবিক বিভাগের এক শিক্ষার্থী।

পরীক্ষায় এমন ফলাফলে কলেজের অধ্যক্ষ আতাউর রহমান সন্তোষ প্রকাশ করলেও আগামীতে যেন শতভাগ পাশ করে, সেই লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাশে আরো বেশী মনোযোগী হবার আহবান জানিয়েছেন।

উল্লেখ্য, গত বছরের এইচএসসি পরীক্ষায় অত্র কলেজের পরীক্ষা পাশের হার ছিলো ৯৭.৬৭% ও জিপিএ ৫ পেয়েছিলো ৩ শিক্ষার্থী।

শ্রেষ্ঠ কলেজ হিসাবে কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজকে ক্রেস্ট প্রদান

শিক্ষা মন্ত্রনালয় আয়োজিত ২০১৭ সালের শিক্ষা সপ্তাহে তানোর উপজেলায় কলেজ পর্যায়ে, কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ শ্রেষ্ঠ কলেজের স্বীকৃতি লাভ করায়, শ্রেষ্ঠ কলেজের ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়েছে।

এছাড়া শিক্ষা সপ্তাহে কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা, একক অভিনয়, উপস্থিত বক্তৃতা, হামদ/নাত, দলীয় জারি গান ও নৃত্যে প্রথম স্থান অধিকার করার তাদেরও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

আজ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুহাঃ শওকাত আলী, কলেজ অধ্যক্ষ ও শিক্ষার্থীদের হাতে শ্রেষ্ঠ কলেজের ক্রেস্ট ও সনদ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন পুরস্কার বিতরণী সভার প্রধান অতিথি ও তানোর উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ এমরান আলী মোল্লা ও সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহ উপজেলা প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তা বৃন্দ।

উল্লেখ্য; শিক্ষা মন্ত্রনালয় আয়োজিত ২০১৭ সালের শিক্ষা সপ্তাহে, মন্ত্রনালয়ের ঘোষিত নীতিমালা অনুসারে, রাজশাহীর তানোর উপজেলার সব কলেজকে পিছনে ফেলে সবচেয়ে বেশী পয়েন্ট পেয়ে কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ শ্রেষ্ঠ কলেজের স্বীকৃতি লাভ করে।

কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ শ্রেষ্ঠ কলেজের স্বীকৃতি লাভ করায়, অত্র কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব মোঃ আতাউর রহমান কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, কলেজ পরিচালনা পরিষদের সকল সদস্য সহ এলাকার রাজনীতিবিদ ও সুধীজনদের ধন্যবাদ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ডিজিটাল মেলায় শ্রেষ্ঠ স্টল হিসাবে কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজের স্টল নির্বাচিত

তানোর উপজেলা প্রশাসন আয়োজিত ডিজিটাল মেলায়, কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের স্টল, শ্রেষ্ঠ স্টল হিসাবে নির্বাচিত হয়েছে। তানোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত জাতীয় ইন্টারনেট সপ্তাহ ও ডিজিটাল মেলার সমাপনী অনুষ্ঠানে, স্টলে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষাথীর হাতে শ্রেষ্ঠ স্টলের পুরস্কার তুলে তুলে দেন, অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহাঃ শওকাত আলী।

এছাড়া ডিজিটাল মেলার দ্বিতীয় দিনে অনুষ্ঠিত শিক্ষার্থীদের কুইজ অনুষ্ঠানে, তিনটি পুরস্কারের মধ্যে প্রথম দুটি পুরস্কার লাভ করে কৃষ্ণপুর আদশ মহিলা ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর দুই শিক্ষার্থী।

তানোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ডিজিটাল মেলার সমাপনী অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহাঃ শওকাত আলী। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব মোঃ মতিনুর রহমান সহ প্রশাসনের উদ্বর্তন কর্মকর্তাবৃন্দ। এ সময় মেলায় অংশগ্রহণকারী স্টলের শিক্ষক-শিক্ষার্থী সহ মেলায় আগত দর্শনার্থীরা উপস্থিত থেকে, পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করেন। ডিজিটাল মেলায় তানোর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্র সহ তথ্য-প্রযুক্তির বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

জাতীয় ইন্টারনেট সপ্তাহ ও ডিজিটাল মেলায় কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের স্টল পরিচালনা করেন, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ জালাল উদ্দিন প্রাং, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র প্রভাষক জনাব মোঃ সারোয়ার জাহান, ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক জনাব মোঃ আঃ রাহীম। ডিজিটাল মেলার কলেজ স্টলে অত্র কলেজের শিক্ষার্থীরা সার্বক্ষণিক থেকে আগত দর্শনার্থীদের অভ্যর্থনা জানায়।

ডিজিটাল মেলায় কলেজের এ অর্জনে কলেজ অধ্যক্ষ জনাব মোঃ আতাউর রহমান সন্তোষ প্রকাশ করেন, এবং বরাবরের মত তথ্য-প্রযুক্তিতে কলেজের এমন সাফল্যকে ধরে রাখার আহবান জানান।

উল্লেখ্য, বিগত বছরগুলোতে অনুষ্ঠিত ডিজিটাল মেলায়, কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের স্টল শ্রেষ্ঠ স্টল হিসাবে নির্বাচিত হয়ে আসছে।